টিউলিপের পর টার্গেট পুতুল!
- সময় ০৫:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
- / 39
যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর; এবার বিতর্ক শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক নাতনি সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক।
তার অপসারণ চেয়ে গত ১৩ জানুয়ারি অনলাইনে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে। বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট ওআরজি-তে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে ‘অ্যাক্ট নাও বাংলাদেশ’ নামের একটি সংগঠন। যারা নিজেদেরকে মানবাধিকার সংগঠণ হিসেবে দাবি করছে।
দুই দিনে সেখানে প্রায় তিন হাজারের মানুষ সাড়া দিয়েছে। পিটিশনের লিংক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছে, দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন! সংগঠনটি পুতুলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতিতে সমর্থন দেয়ার অভিযোগ আনা হয়েছে।
পিটিশনের পটভূমিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময়। শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়। আহত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।
পিটিশনে কয়েকটি উদ্বেগ তুলে ধরে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল মায়ের দমনমূলক কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছেন। এই কর্মকাণ্ডের প্রতি তার সোচ্চার সমর্থন হু-এর নিরপেক্ষতা এবং মানবতার নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক।
এই বিতর্ক শুরু হওয়ার পর পুতুলের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগও আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন দুদক কমিশনার।
২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে। দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন। আর গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে।
দুদকের অভিযোগে জানানো হয়, ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয়।
দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে। তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে, যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করোছে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে।
এদকি, দুর্নীতির অভিযোগ তদন্তরে জন্য স্যার লরি ম্যাগনাসরে প্রতি আহ্বান জানানোয় টউলিপ সদ্দিককে ধন্যবাদ জানয়িছেনে ব্রটিশি প্রধানমন্ত্রী কয়িার স্টারমার। এ বিষয়ে তিনি বলেন, ‘যুক্তরাজ্যকে বদলে দওেয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, সেখান থেকে আমাদের মনোযোগ ব্যাহত করার চলমান ঘটনাপ্রবাহরে অবসানের জন্য আমি সাধুবাদ জানাই। আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা রইল।’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদশেরে রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। এখন একটি পক্ষ শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণের কাজটি করতে পারলে তারা রাজনৈতিকভাবে হতে পারে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখন র্পযন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। টিউলিপ সিদ্দিকের পর সায়মা ওয়াজেদ পুতুলকে টার্গেট করেই মাঠে নেমেছে একটি পক্ষ।