টিউলিপ জেনেটিক্যাল লাইন ক্রস করতে পারেনি
- সময় ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
- / 30
যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছে, এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছে, লেখাপড়া করেছে। সেখানকার একজন এমপি দুর্নীতি করবে, এটা স্বপ্নেও ভাবা যায় না, এভাবেই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, তার (টিউলিপ) জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন, সেটি ক্রস করতে পারেনি। আর করতে পারেনি বলেই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো বেরিয়ে আসছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ টি এম খালেদের শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ৫০০ কোটি ডলার চুক্তি করেছে। আর সেখান থেকে টিউলিপ ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা একদম সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমাণিত করেছে অভিযোগ করে রিজভী বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম। দলটির ভেতর রাজনৈতিক উন্নয়নের কথা নেই। তারা মনে করত, তাদের রাজনীতি বাইরে গেলেই সবাই অপরাধী।
তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না। তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে।
ভারত কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এমন প্রশ্ন তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, আজ শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছে? শেখ হাসিনার দুটি পাসপোর্টই বাতিল হয়েছে। তারপরও ভারত তাকে রাখে কীভাবে? এত বড় একজন দুর্নীতিবাজ, ছাত্র-জনতা হত্যাকারীকে ভারত রাখে কীভাবে?
শহীদজননী জাহানারা ইমামের বরাত দিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগেরই একজন ঘনিষ্ঠ লোক বলেছেন, শেখ মুজিবুর রহমান একজন বড় নেতা ছিলেন। কিন্তু তার পরিবারের প্রতি তিনি দুর্বল ছিলেন। তিনি তার ছেলে-ভাগনেদের কন্ট্রোল করতে পারেননি। জাহানারা ইমাম শেখ হাসিনার কাছের লোক ছিলেন, তিনি এসব বলে গেছেন।
আওয়ামী লীগের আমলে উন্নয়নের প্রচারণার সমালোচনা করে রিজভী বলেন, দেশে কিসের উন্নয়ন? সবকিছুতে চাঁদাবাজি করে তাদের আত্মীয়স্বজনদের প্রতিষ্ঠিত করে গেছে। তারা উন্নয়ন উন্নয়ন করত, উন্নয়নের মধ্য দিয়েই তো টাকা পাচার করা যায়। উন্নয়ন কী তার বাবার টাকা দিয়ে করেছেন? উন্নয়নের নামে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এসে পাচার করেছেন, লুটপাট করেছেন।
এ টি এম খালেদ হত্যার বিচার দাবি করে তিনি আরও বলেন, এত দিন হয়ে গেল তাদের বিচার এখন হয়নি কেন? এ দায় আপনাদের কৃষিবিদদেরও আছে। আমাদের সবার আছে। এ রকম একজন প্রখ্যাত ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা; তার হত্যার বিচার হলো না, এটা অত্যন্ত কষ্টের বিষয়।
কৃষিবিদ ড. রাশেদুল হাসান হারুন ও ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ নেতারা।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে টানা চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের বর্তমান মন্ত্রিসভায় প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে ২০২৪ সালের জুলাইয়ে নিযুক্ত হন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের ফ্ল্যাট এবং হ্যাম্পস্টেডের অন্য একটি বাড়ি ব্যবহারের প্রসঙ্গ গণমাধ্যমে প্রচার হয়। এ নিয়ে চাপের মুখে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন তিনি।