শিরোনাম
জামায়াতের সম্মেলনে আমন্ত্রিত অতিথি আ’লীগের সহ-সভাপতি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
- সময় ০৬:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / 49
জামায়াতে ইসলামীর সম্মেলন আমন্ত্রিত অতিথি হিসাবেই যোগ দিয়েছেন আওয়ামী লীগের সহ-সভাপতি। বিষয়টি নিয়ে নানামূখী সমালোচনাও হচ্ছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়েরা গ্রামে। তাকে আমন্ত্রণ দেয়া হয়েছিল জামায়াতের পক্ষ থেকেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয় ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনূর রশিদ মিয়াজীকে মঞ্চে দেখা গেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় এখনো চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২২ ডিসেম্বর) সকালে ঢালুয়া ইউনিয়ন ২ নং বায়েরা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মঞ্চে ওই ইউপির আওয়ামীলীগ সহ-সভাপতি উপস্থিত থাকেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয় ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খম জিল্লুর রহমান বলেন,হারুনূর রশিদ মিয়াজি আমাদের ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বর্তমান কমিটির সহ-সভাপতির দায়িত্বে আছেন।
এবিষয়ে নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী জনগণের দল, বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি সকলে অংশগ্রহণ করেন। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম।
এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন, বিষয়টা আমি এখেনো জানিনা, খোঁজ নিয়ে দেখবো।