০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিরা নির্বাচনে নয়, রগ কাটায় বিশ্বাসী

নিউজ ডেস্ক
  • সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 23

হাবিব উন নবী খান সোহেল

জঙ্গিবাদের খপ্পরে পড়ে কেউ যদি নির্বাচন বানচাল করতে চাই তাহলে ধরে নেব জঙ্গি ভূত বহন করছে। এই জঙ্গিরা নির্বাচনে নয় তারা রগ কাটায় বিশ্বাস করে। ১৬ বছর ধরে জনগণের ভোট দেয়ার যে অধিকার বঞ্চিত হয়েছে সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারো আন্দোলনে নামবে। দলটি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত বলে মন্তব্যে করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজার মাঠ প্রাঙ্গনে বান্দরবান জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি থেকে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির শতশত নেতাকর্মী গুম, খুন, মামলাসহ নানা ভাবে হয়রানি হয়েছে। কিন্তু ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভূত্থানে তা বুঝিয়ে দিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে।

বান্দরবান জেলা বিএনপির সমাবেশ
বান্দরবান জেলা বিএনপির সমাবেশ

বিএনপির এই নেতা আরো বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চান, যারা এ ধরনের উদ্ভট প্রস্তাব দেন তাদেরকে আমি বলতে চাই, বাবার আগে কি সন্তান হয়? এছাড়াও মাঝে মধ্যে আপনাদের কর্মকান্ড দেখে মনে হয় আপনাদের মধ্যে জঙ্গিভূত বহন করেছে। তারা কখনো নির্বাচনকে বিশ্বাস করে না, বরং তারা রগ কাটা বিশ্বাস করে বলে মন্তব্যে করেন তিনি।

এর আগে দুপুরে সাত উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যা-কার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয় কয়েক হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে স্থানীয় এক মাঠে এক সমাবেশে মানুষের ঢল নামে ।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার, উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

জঙ্গিরা নির্বাচনে নয়, রগ কাটায় বিশ্বাসী

সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

জঙ্গিবাদের খপ্পরে পড়ে কেউ যদি নির্বাচন বানচাল করতে চাই তাহলে ধরে নেব জঙ্গি ভূত বহন করছে। এই জঙ্গিরা নির্বাচনে নয় তারা রগ কাটায় বিশ্বাস করে। ১৬ বছর ধরে জনগণের ভোট দেয়ার যে অধিকার বঞ্চিত হয়েছে সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারো আন্দোলনে নামবে। দলটি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত বলে মন্তব্যে করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজার মাঠ প্রাঙ্গনে বান্দরবান জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি থেকে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির শতশত নেতাকর্মী গুম, খুন, মামলাসহ নানা ভাবে হয়রানি হয়েছে। কিন্তু ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভূত্থানে তা বুঝিয়ে দিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে।

বান্দরবান জেলা বিএনপির সমাবেশ
বান্দরবান জেলা বিএনপির সমাবেশ

বিএনপির এই নেতা আরো বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চান, যারা এ ধরনের উদ্ভট প্রস্তাব দেন তাদেরকে আমি বলতে চাই, বাবার আগে কি সন্তান হয়? এছাড়াও মাঝে মধ্যে আপনাদের কর্মকান্ড দেখে মনে হয় আপনাদের মধ্যে জঙ্গিভূত বহন করেছে। তারা কখনো নির্বাচনকে বিশ্বাস করে না, বরং তারা রগ কাটা বিশ্বাস করে বলে মন্তব্যে করেন তিনি।

এর আগে দুপুরে সাত উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যা-কার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয় কয়েক হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে স্থানীয় এক মাঠে এক সমাবেশে মানুষের ঢল নামে ।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার, উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন।