ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
- সময় ০৪:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / 114
আধিপত্য বিস্তার এবং দলীয় পদ পদবী নিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সর্দার আব্দুল জলিল মাস্টার।
এ বিষয়ে ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে সর্দার আব্দুল জলিল মাস্টার ইউনিয়ন পরিষদ কার্যালয় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে বলেন।
এছাড়াও ৫ নভেম্বর কলেজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আহসান হাবীব নিজেই। তিনি হাইমচর সরকারি মহাবিদ্যালয় ছাত্রদলের আহবায়ক। তার ওপর হামলা করার অভিযোগ উঠেছে সেই সিরাজুল ইসলাম মিরাজ একই কলেজের শিক্ষার্থী এবং ছাত্রদলের সভাপতি প্রার্থী। তারা আদিপত্য আধিপত্য বিস্তার নিয়ে মারামারি করেন।
এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা নিতে একটি পক্ষ ভিন্নখাতে ব্যবহৃত করে ও গণমাধ্যমকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে দাবি করেন তিনি। তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত করে এর বিচার দাবি করেন তিনি।