ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে নতি স্বীকার ভারতের

ক্রীড়া ডেস্ক
  • সময় ১০:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • / 24

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে নতি স্বীকার ভারতের

চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু ও আয়োজক দেশ নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতার অবসান হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তানের মধ্যে চলমান বিতর্কের মধ্যেও এবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

সাধারণত প্রতিটি দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকে। এবারের আয়োজক দেশ পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখার বিষয়ে প্রথমে আপত্তি তুলেছিল ভারত। বিষয়টি নিয়ে পাকিস্তানের কড়া প্রতিবাদের মুখে পড়ে বিসিসিআই। শেষ পর্যন্ত ভারতও নরম সুরে সম্মতি দিয়েছে।

বিসিসিআইয়ের নবনিযুক্ত সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আইসিসির যেকোনো নির্দেশিকা আমরা মেনে চলব। আইসিসির অফিসিয়াল লোগোতে পাকিস্তানের নাম উল্লেখ থাকায় এটি মানতে বিসিসিআই বাধ্য হয়েছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে উপস্থিত থাকার বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে কিছু শঙ্কা থাকলেও, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি বিসিসিআই।

১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আইসিসি ইভেন্ট। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয় আপত্তির কারণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের তিনটি ভেন্যু ও দুবাই মিলিয়ে আয়োজন হবে এই প্রতিযোগিতা। তবে আয়োজক হিসেবে পাকিস্তানের নামই থাকবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের টুর্নামেন্ট যাত্রা শুরু হবে। আর ২৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।

শেয়ার করুন

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে নতি স্বীকার ভারতের

সময় ১০:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু ও আয়োজক দেশ নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতার অবসান হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তানের মধ্যে চলমান বিতর্কের মধ্যেও এবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

সাধারণত প্রতিটি দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকে। এবারের আয়োজক দেশ পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখার বিষয়ে প্রথমে আপত্তি তুলেছিল ভারত। বিষয়টি নিয়ে পাকিস্তানের কড়া প্রতিবাদের মুখে পড়ে বিসিসিআই। শেষ পর্যন্ত ভারতও নরম সুরে সম্মতি দিয়েছে।

বিসিসিআইয়ের নবনিযুক্ত সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আইসিসির যেকোনো নির্দেশিকা আমরা মেনে চলব। আইসিসির অফিসিয়াল লোগোতে পাকিস্তানের নাম উল্লেখ থাকায় এটি মানতে বিসিসিআই বাধ্য হয়েছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে উপস্থিত থাকার বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে কিছু শঙ্কা থাকলেও, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি বিসিসিআই।

১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আইসিসি ইভেন্ট। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয় আপত্তির কারণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের তিনটি ভেন্যু ও দুবাই মিলিয়ে আয়োজন হবে এই প্রতিযোগিতা। তবে আয়োজক হিসেবে পাকিস্তানের নামই থাকবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের টুর্নামেন্ট যাত্রা শুরু হবে। আর ২৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।