শিরোনাম
চালের সিন্ডেকেট নিয়ে হতাশ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 24
চালের বাজারের সিন্ডেকেট ভাঙতেও না পারায় হতাশা প্রকাশ করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি হতাশার কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘চালের বাজারের সিন্ডেকেটকে ধরতে পারছি না, তাই ভাঙতেও পারছি না।’
ফ্লাইটে বোমা আতঙ্কের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে যারা মিথ্যা সংবাদ ছড়িয়েছে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের ইস্যুতে তিনি বলেন, ‘মন ও মানসিকতা পরিবর্ত না হলে কিছুই হবে না। তই সর্বপ্রথম মন মানসিকতা পরিষ্কার করা অত্যন্ত জরুরি।’ দেশে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited