গুলশানে তল্লাশির নামে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ৩ জন আটক

- সময় ০৭:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 37
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক রাত ১২টার দিকে গুলশান-২ এর রোড নং ৮১ এ অবস্থিত একটি বাসার চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে তল্লাশির নামে ‘২৫ থেকে ৩০’ জনের একটি দল ঢুকে পড়ে। বাসাটিতে বিপুল পরিমাণ অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে তারা বাসাটিতে প্রবেশ করে বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিনজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।
আটকরা হলেন শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র। এর মধ্যে জুয়েল খন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গুলশান থানার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, তল্লাশি চালানোর সময় তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় বাসার বর্তমান কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
তবে পুলিশ আরও জানিয়েছে, গুলশানের ওই বাড়িটি তানভীর ইমামের নয়। এটি তার সাবেক শ্বশুর রহমানের বাড়ি। তানভীর ইমামের সাবেক স্ত্রীই সেখানে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ১০ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, এবং তার সাবেক স্ত্রী মা-বাবার মৃত্যুর পর থেকেই ওই বাড়িতে থাকছেন।
সূত্র মতে, তানভীর ইমামকে এই বাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছিল, তবে তিনি এখন দেশত্যাগ করেছেন বলে জানা গেছে।
এদিকে, প্রেস উইং জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতো। সেই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালালোর জন্য উস্কানি প্রদান করে।
এর আগে গত পরশু দিন রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তী সময়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।