ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ০৩:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / 41

গাজীপুরে শ্রমিক অসন্তোষ

বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আরেকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে।  রিপোর্ট লেখার সময় দুপুর ৩ টার সময়ও অসেন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে অবস্থা নিয়ে তারা সড়ক অবরোধ করে রাখেন। সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বেক্সিমকো কারখানায় আগুন
বেক্সিমকো কারখানায় আগুন

অভিযোগ রয়েছে, শ্রমিকেরা গণমাধ্যমকর্মীদের তাদের আশপাশে থাকতে দিচ্ছে না।

সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছে।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও সোমবার সকাল থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। শিল্প পুলিশ গিয়ে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলন গাজীপুর মহানগরীর ভেতরে পড়েছে, জানান সাভার হাইওয়ে পুলিশের ওসি সওগত উল আলম।

শেয়ার করুন

গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র

সময় ০৩:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আরেকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে।  রিপোর্ট লেখার সময় দুপুর ৩ টার সময়ও অসেন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে অবস্থা নিয়ে তারা সড়ক অবরোধ করে রাখেন। সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বেক্সিমকো কারখানায় আগুন
বেক্সিমকো কারখানায় আগুন

অভিযোগ রয়েছে, শ্রমিকেরা গণমাধ্যমকর্মীদের তাদের আশপাশে থাকতে দিচ্ছে না।

সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছে।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও সোমবার সকাল থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। শিল্প পুলিশ গিয়ে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলন গাজীপুর মহানগরীর ভেতরে পড়েছে, জানান সাভার হাইওয়ে পুলিশের ওসি সওগত উল আলম।