জামালপুর জেলা শাখার উদ্যোগে
গভীর রাতে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে কম্বল বিতরণ
- সময় ০২:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
- / 43
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বির “নাফিন রাব্বি’ উদ্যোগে গভীর রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে কম্বল বিতরণ করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও তিনি ফেইসবুক আইডি থেকে পোস্ট করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতে শহরের বিভিন্ন পয়েন্টে কম্বলগুলো বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জেলা শহরে নানা কর্মসূচী পালন করলেও নিরব ভূমিকায় রয়েছে পুলিশ প্রশাসন।
সেই ভিডিও ক্যাপশনে লেখা হয়েছে-বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা।
এক মিনিটের ভিডিওতে দেখা যায়,’নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা এক মধ্য বয়সী নারীর হাতে কম্বল তুলে দিচ্ছেন।
সেই সময় ওই নেতাকে বলতে শোনা যায়,’বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়ার জন্য কম্বল দিলাম’। ‘জননেত্রীর পক্ষ থেকে, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নেত্রীর জন্য দোয়া করবেন।’ যদিও শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবেই মেনে নিয়েছে ভারত এবং বাংলাদেশের অন্তর্বতী সরকার।
পরে কম্বল বিতরণকারী নেতা ওই মধ্য বয়সী নারীকে প্রশ্ন করেন, আগের সরকার ভালো ছিলো না, শেখ হাসিনা সরকার ভালো ছিল না..?
তখন ওই নারী বলেন,’এমন সরকারই কল্পনা করি। এখন পর্যন্ত কল্পনা করছি।
তখন ওই নেতাকে বলতে শোনা যায়,’ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে জননেত্রীর দোয়ার জন্য নেত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ করলাম। পরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে শেষ করেন।’ ভাজ করা কম্বলের ওপরে ছাত্রলীগের লোগো সম্বলিত সাদা কাগজে প্রিন্ট করে লেখা বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited