ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খাবার হোটেলের সাইনবোর্ডে ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সময় ০৫:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
  • / 29

‘বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেল নামের একটি খাবারের দোকানের ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে ভেসে উঠল নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা।

লেখাটি ভেসে ওঠার পর স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে হোটেল মালিককে হেফাজতে নিয়েছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে ‘সাইফ হোটেল’ নামের একটি খাবারের দোকানের ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে এই লেখাটি ভেসে ওঠে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী বাজারের হোটেল সাইফের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে সাইনবোর্ডটি খোলে ফেলেন এবং হোটেল মালিক বেলাল উদ্দিন কে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশের হেফাজতে নিয়ে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডসহ হোটেল মালিককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার ঘটনার সাথে কারা জড়িত তার রহস্য বের করতে তদন্ত করা হচ্ছে। হোটেল মালিককে জিজ্ঞেসবাদ করা হচ্ছে। জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ভয়ংকর রূপে ফিরবে ছাত্রলীগ
ভয়ংকর রূপে ফিরবে ছাত্রলীগ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব রিদুয়ানুর রহমান এর কাছে বিষয়টির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, পতিত সরকারের দোসর নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এখনো মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তারা ন্যাক্কারজনক ঘটনা করে যাচ্ছে বার বার। ছাত্রদলের পক্ষ থেকে এসব ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার আহ্বান করেন তিনি।

এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

হঠাৎ হোটেল সাইফের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

খাবার হোটেলের সাইনবোর্ডে ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

সময় ০৫:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেল নামের একটি খাবারের দোকানের ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে ভেসে উঠল নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা।

লেখাটি ভেসে ওঠার পর স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে হোটেল মালিককে হেফাজতে নিয়েছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে ‘সাইফ হোটেল’ নামের একটি খাবারের দোকানের ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে এই লেখাটি ভেসে ওঠে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী বাজারের হোটেল সাইফের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে সাইনবোর্ডটি খোলে ফেলেন এবং হোটেল মালিক বেলাল উদ্দিন কে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশের হেফাজতে নিয়ে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডসহ হোটেল মালিককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার ঘটনার সাথে কারা জড়িত তার রহস্য বের করতে তদন্ত করা হচ্ছে। হোটেল মালিককে জিজ্ঞেসবাদ করা হচ্ছে। জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ভয়ংকর রূপে ফিরবে ছাত্রলীগ
ভয়ংকর রূপে ফিরবে ছাত্রলীগ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব রিদুয়ানুর রহমান এর কাছে বিষয়টির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, পতিত সরকারের দোসর নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এখনো মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তারা ন্যাক্কারজনক ঘটনা করে যাচ্ছে বার বার। ছাত্রদলের পক্ষ থেকে এসব ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার আহ্বান করেন তিনি।

এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

হঠাৎ হোটেল সাইফের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।