ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও পেলো অ্যাচিভার্স অ্যাওয়ার্ড
- সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 469
বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪ এর জন্য মনোনীত হয়েছেন ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এর হেড অব বিজনেস এ্যন্ড সিই ফরহাদ রেজা। ইন্টেরিয়র ডিজাইন বিজনেস এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের হোটেল লেকশোরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও চিফ অপারেটিং অফিসার (সিওও) তাসনোভা মাহবুব সালাম ও গ্রামীন ব্যংক এর চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রোফেসর আব্দুল হান্নান চৌধুরী।
নতুন ধারা’র টাইটেল স্পনসর এ অনুষ্ঠানটির আয়োজন করেছে ড্রিম শোবিজ, ফিউচার সাইন বিউটি একাডেমি ও গ্লোবাল ব্র্যান্ডস। এছাড়া রয়েছে ইভেন্ট সিটি ও এম আর ফিল্মস। ফরহাদ রেজা ২০১৩ সালে তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বিজনেস শুরু করেন। ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও ২০২৫ সালকে তাদের ইলেভেন ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে পুরো বছর জুড়ে সেলিব্রেশান ইয়ার ঘোষণা করেছে এবং
এ আয়োজনে পুরো বছর জুড়ে ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এর পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টেরিয়র কাজের উপর ডিস্কাউট ও অফার।
ফরহাদ রেজা তথা ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও সম্প্রতি বেস্ট ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান হিসেবে মিরর ম্যাগাজিন এর ব্যানারে ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ গ্রহণ করেন। ফরহাদ রেজা, রেজাউল হক ও ফাহমিদা আফরোজ এর একমাত্র ছেলে। তার মা ও বাবা এই প্রতিষ্ঠান এর চেয়ারম্যান ও কো চেয়ারম্যান হিসেবে রয়েছেন।
এছাড়াও প্রতিষ্ঠান’টির হেড অব বিজনেস অপারেশন ও ডিরেক্টর হিসেবে রয়েছেন তাহসিন তামান্না, তিনি প্রতিষ্ঠান এর সকল অপারেশন মেইনটেইন করেন, মুলত ফরহাদ রেজা ও তাহসিন তামান্না’ই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন।
উল্লেখ্য তাহসিন তামান্না’ও সম্প্রতি “ওমেন্স ইন্সপিরেশনাল এ্যওয়ার্ড ২০২৪” পেয়েছেন। প্রতিষ্ঠানটিতে রয়েছে এক ঝাক তরুণ ও মেধাবী ইন্টেরিয়র আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, দক্ষ প্রোজেক্ট কোওর্ডিনেটর ও প্রোজেক্ট এফেয়ারস টিম। ওপারেশস ও এইচ আর হেড সাব্বিরুল আলম সাকিব ও প্রোজেক্ট হেড ইইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম’এর নেতৃত্বে সফলভাবে প্রতিষ্ঠান ও প্রোজেক্ট পরিচালনা হয়, এ পর্যন্ত ক্যানভাস পুরো বাংলাদেশ এ প্রায় ৪০০+ প্রোজেক্ট সফলভাবে হস্তান্তর করেছে।