কোকোর শাশুড়ির ইন্তেকাল, বনানী কবরস্থানে দাফন | Bangla Affairs
০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কোকোর শাশুড়ির ইন্তেকাল, বনানী কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 5

কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।

রোববার (০৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক সপ্তাহ আগে নানা জটিলতা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

কোকোর শাশুড়িকে বনানী কবরস্থানে দাফন
কোকোর শাশুড়িকে বনানী কবরস্থানে দাফন

এদিকে বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে জানাজা শেষে মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, মোসাদ্দেক আলী (ফালু), আমানউল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, নজরুল ইসলাম আজাদ, আমিনুল হক, নূরউদ্দিন নূরু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মামুন হাসান, মো. জামির হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, শায়রুল কবির খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মরহুমার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাসপাতালে মায়ের ভর্তির খবর পেয়ে ঈদের আগের দিন ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন মরহুমার একমাত্র মেয়ে কোকোর সহধর্মিণী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনে থাকেন সিঁথি। মুকরেমা রেজার স্বামী এইচএম হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক ডিআইটির প্রকৌশলী ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান শোক প্রকাশ করেছেন। তারা পৃথক পৃথকভাবে শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

কোকোর শাশুড়ির ইন্তেকাল, বনানী কবরস্থানে দাফন

সময় ১০:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।

রোববার (০৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক সপ্তাহ আগে নানা জটিলতা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

কোকোর শাশুড়িকে বনানী কবরস্থানে দাফন
কোকোর শাশুড়িকে বনানী কবরস্থানে দাফন

এদিকে বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে জানাজা শেষে মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, মোসাদ্দেক আলী (ফালু), আমানউল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, নজরুল ইসলাম আজাদ, আমিনুল হক, নূরউদ্দিন নূরু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মামুন হাসান, মো. জামির হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, শায়রুল কবির খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মরহুমার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাসপাতালে মায়ের ভর্তির খবর পেয়ে ঈদের আগের দিন ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন মরহুমার একমাত্র মেয়ে কোকোর সহধর্মিণী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনে থাকেন সিঁথি। মুকরেমা রেজার স্বামী এইচএম হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক ডিআইটির প্রকৌশলী ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান শোক প্রকাশ করেছেন। তারা পৃথক পৃথকভাবে শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।