কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
- সময় ০৬:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / 31
কুষ্টিয়ার সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদহ মোড় এলাকায় প্রেমিক মেহেদী হাসান রিংকুর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে অনশন শুরু করেন তিনি।
অভিযুক্ত মেহেদী হাসান রিংকু একই এলাকার বাসিন্দা। এ ঘটনার পর রিংকু তার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
ভুক্তভোগী নারী কুমারখালী উপজেলার এলেঙ্গিপাড়ার স্থায়ী বাসিন্দা। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কুষ্টিয়া শহরের একটি মেসে বসবাস করতেন। তার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর, মেহেদী হাসান রিংকুর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং শারীরিক সম্পর্কও স্থাপিত হয়। পরে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে রিংকু নানা টালবাহানা করতে থাকে। বৃহস্পতিবার বিয়ের দাবিতে রিংকুর বাড়িতে উপস্থিত হয়ে ওই নারী তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
তিনি জানান, রিংকু তাকে বিয়ের প্রলোভনে তার প্রথম স্বামীর সংসার ত্যাগ করতে বলেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এখন বিয়ের আশ্বাস না পেলে তিনি সমাজে মুখ দেখাতে পারবেন না, তাই অনশনে বসেছেন।
তিনি বলেন, যতক্ষণ না রিংকু ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস দেয়, আমি এখানেই থাকব।
এদিকে রিংকুর বাড়িতে অনশনের খবর পেয়ে রিংকু পালিয়ে যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, এই ঘটনার ব্যাপারে তার জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।