কুষ্টিয়ায় ছাত্রশিবিরের গণমিছিল
- সময় ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 22
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা।
শনিবার(০১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের চৌড়হাস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের পাঁচরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিলে শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগ সরকারের বিচারের দাবিও জানান তারা। এসময় ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করারও ঘোষণা দেন ছাত্রশিবির নেতারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এখতিয়ার রহমান, শহর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা ও সেক্রেটারি আবু ইউসুফ।
এসময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে মামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেপ্তার করেনি। বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। অবিলম্বে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা না হলে ছাত্রশিবির আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের উচিৎ শিক্ষা দিতে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন শিবির নেতারা।
গণমিছিল ও সমাবেশ কর্মসূচিতে এতে শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited