০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে রামদা হাতে যুবদল নেতা মাহমুদুর বহিষ্কার

নিউজ ডেস্ক
  • সময় ১২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 51

কুয়েটে রামদা হাতে যুবদল নেতা মাহমুদুর বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদল। যেখানে তাকে রামদা হাতে ছাত্রদের ওপর হামলা চালাতে দেখা যায়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে এবং দলের কোনো নেতা-কর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখবে না।

ঘটনাটি মূলত আলোচনায় আসে মাহবুবুর রহমানের রামদা হাতে একটি ছবি ও হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ছাত্রদলের একটি প্রচারাভিযানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় ছাত্রদলের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন।

রাতে, শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে কুয়েটে ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি, এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি রয়েছে। তারা বুধবার দুপুর ১টার মধ্যে দাবিগুলো পূরণের আলটিমেটাম দেন এবং তা না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।

শেয়ার করুন

কুয়েটে রামদা হাতে যুবদল নেতা মাহমুদুর বহিষ্কার

সময় ১২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদল। যেখানে তাকে রামদা হাতে ছাত্রদের ওপর হামলা চালাতে দেখা যায়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে এবং দলের কোনো নেতা-কর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখবে না।

ঘটনাটি মূলত আলোচনায় আসে মাহবুবুর রহমানের রামদা হাতে একটি ছবি ও হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ছাত্রদলের একটি প্রচারাভিযানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় ছাত্রদলের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন।

রাতে, শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে কুয়েটে ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি, এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি রয়েছে। তারা বুধবার দুপুর ১টার মধ্যে দাবিগুলো পূরণের আলটিমেটাম দেন এবং তা না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।