কুয়াকাটায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে জখম

- সময় ১২:১৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / 72
কুয়াকাটায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মোঃ আনোয়ার হাওলাদার (৫৫)কে কুপিয়ে জখম করেছে বাবুল শরীফ নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী অপর এক পক্ষের বিষয় টেনে, অহেতুক বাকবিতন্ডায় লিপ্ত হয় বাবুল শরীফ। তখন তার হাতে থাকা ছোট চাকু দিয়ে মাথায় আঘাত দিলে জখম হন আনোয়ার। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখমের ঘটনার পরেই আনোয়ারকে কুয়াকাটা সরকারি হাসপাতালে ভর্তি কর হয়। চিকিসা শেষে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার ছেলে মো. জাকির। আনোয়ারকে উন্নত চিকিৎসার কথা জানিয়েছেন তারা।
এদিকে প্রতিবেশীদের ধাওয়া খেয়ে হামলাকারী পাশের এক খালি ঘড়ে আশ্রয় নেয়। তাৎক্ষণিক স্থানীয়দের হাত থেকে রক্ষা পেলেও জরুরি পরিসেবা নম্বর- ৯৯৯ এ ফোন দিয়ে মহিপুর থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
তার এমন আরো ঘটনার নজির রয়েছে। বাবুল একজন মাদক সেবনকারী। মাদক মামলা, শিশু ধর্ষণ সহ তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কুয়াকাটা ও পার্শ্ববর্তী এলাকার মাদকের সাথে সংশ্লিষ্টসহ নানা অপরিচিত মানুষজন, তার বাসায় আনাগোনা রয়েছে বলে অভিযোগ। এদিকে এই ঘটনার পরপরই বিষয়টি মিমাংসা করতে রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপের খবর পাওয়া গেছে। তবে স্থানীয়রা হামলাকারীর বিরুদ্ধে কঠোর বিচার চেয়েছেন
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রক্রিয়াধীন মামলাটি হলেই, বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited