কুয়াকাটায় উপকূল দুর্যোগ আগাম প্রস্তুতিমূলক শীর্ষক কর্মশালা
- সময় ১২:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 43
পটুয়াখালীর কলাপাড়ায় চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারীর উদ্যোগে লার্নিং শেয়ারিং কর্মশালার আয়োজন করেছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে কুয়াকাটা হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সার্বিক সহায়তা ও রাইমসের কারিগরি সহায়তায় প্রকল্পটি পটুয়াখালী জেলার সদর উপজেলার চারটি ইউনিয়ন এবং কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বাস্তবায়িত হচ্ছ।
প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্পের লক্ষ্যও উদ্দেশ্য নিয়ে কথা বলেন সেইভ দ্য চিলড্রেন অফিসার সন্জিতা হালদার।
অনুষ্ঠানে জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন , উপজেলা বনবিভাগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কলাপাড়া রাডার স্টেশন ইনচার্জ আব্দুল জব্বার সহ বিভিন্ন বেসরকারি সংস্থা একশন এইড, কারিতাস, সিআইপি আরবি, গুড নেইবারস’র কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি শিক্ষক সমাজসেবক,স্বেচ্ছাসেবক ও সুবিধাবাদী অংশীজন সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল অতিথিবৃন্দ দুর্যোগের প্রস্তুতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন, পাশাপাশি চ্যালেঞ্জ সম্পর্কে তারা মতামত তুলে ধরেছেন।
কর্মশালায় অংশীজনদের সমন্বয়ে তিনটি দলে ভাগ হয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়। প্রতিটা দলের দলীয় উপস্থাপনায় বেশ কিছু অর্জন চ্যালেঞ্জ ও সুপারিশ মালা উঠে আসে, যা অত্র প্রকল্পের কার্যক্রমকে আরো সামনের দিকে নিয়ে যাবে সংশ্লিষ্ট সকলেই মনে করছেন।
জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, জাগোনারী বরগুনার একটি সংস্থা। ২৬ বছরের পথ চলা সংস্থাটির , অত্র অঞ্চলের দুর্যোগের পায়োনিয়ার হিসেবে কাজ করে আসছে। আমরা জাগোনারীর লিডারশিপে অত্র এলাকায় দুর্যোগ এন্টিসিপেট প্রোগ্রাম বাস্তবায়ন করতেছি। সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ’র সার্বিক সহায়তা ও রাইমসের কারিগরি সহায়তায় দুর্যোগের আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছি। প্রাকৃতিক ঝড়-বন্যা এবং জলোচ্ছ্বাসে পটুয়াখালীর এই নিম্ন অঞ্চল বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে প্রান্তিক জনগোষ্ঠী জেলে, কৃষক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষকে দুর্যোগের আগাম সচেতনতার বার্তাটি পৌঁছে দেওয়া আগাম প্রস্তুতির কোন বিকল্প নেই, এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বেশ কিছু ভালো অর্জন ও চ্যালেঞ্জ ছিল যেগুলোকে আমরা এড্রেস করতে পারছি এবং যেগুলো কাটিয়ে উঠে আমরা সামনের দিনগুলোতে খুব ভালোভাবে কাজ করতে পারব বলে আশা করছি।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জাগো নারীর ফাইন্যান্স ও এডমিন কর্মকর্তা মো রুহুল আমিন। প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার , মিল অফিসার মারিয়া আক্তার জিন্টু সহকারি প্রকল্প কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ জাকিয়া আক্তার, মো: রহমত উল্লাহ রাজু, আব্দুল লতিফ, গাজী মো ওবায়দুল্লাহ ও মো জিন্নাত আলী প্রমুখ।