কুড়িগ্রামে বিয়ে বাড়ীতে ৫০০ টাকায় প্রাথমিক বিদ্যালয়ের ব্রেঞ্চ ভাড়া | Bangla Affairs
০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিয়ে বাড়ীতে ৫০০ টাকায় প্রাথমিক বিদ্যালয়ের ব্রেঞ্চ ভাড়া

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ১০:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 14

৫০০ টাকায় প্রাথমিক বিদ্যালয়ের ব্রেঞ্চ ভাড়া

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে এ নিয়ে চর ভগবতীপুর ও নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যবহার করা মোটেই উচিত নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের আফজাল হোসেন তার ছেলের বিয়ের জন্য বিদ্যালয় থেকে প্রায় ৪০-৪৫টি বেঞ্চ ৫০০ টাকার বিনিময়ে ভাড়া নেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চর ভগবতীপুর গ্রামের অনেকেই।

এর আগেও একই কারণে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যাতে ছয়জন আহত হয়।

এ বিষয়ে আফজাল হোসেন বলেন, তিনি স্থানীয় ইউপি সদস্যের অনুমতি নিয়ে বেঞ্চগুলো এনেছেন এবং বিয়ের পর চার-পাঁচশ টাকা দেওয়ার কথা ছিল। তবে ইউপি সদস্য রায়হান আলী জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং সভাপতিকে জানাতে বলেছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম দাবি করেন, তিনি টাকা নেননি, বরং মানবিক কারণে বেঞ্চ ব্যবহার করতে দিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের বেঞ্চ ব্যক্তিগত কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

শেয়ার করুন

কুড়িগ্রামে বিয়ে বাড়ীতে ৫০০ টাকায় প্রাথমিক বিদ্যালয়ের ব্রেঞ্চ ভাড়া

সময় ১০:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে এ নিয়ে চর ভগবতীপুর ও নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যবহার করা মোটেই উচিত নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের আফজাল হোসেন তার ছেলের বিয়ের জন্য বিদ্যালয় থেকে প্রায় ৪০-৪৫টি বেঞ্চ ৫০০ টাকার বিনিময়ে ভাড়া নেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চর ভগবতীপুর গ্রামের অনেকেই।

এর আগেও একই কারণে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যাতে ছয়জন আহত হয়।

এ বিষয়ে আফজাল হোসেন বলেন, তিনি স্থানীয় ইউপি সদস্যের অনুমতি নিয়ে বেঞ্চগুলো এনেছেন এবং বিয়ের পর চার-পাঁচশ টাকা দেওয়ার কথা ছিল। তবে ইউপি সদস্য রায়হান আলী জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং সভাপতিকে জানাতে বলেছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম দাবি করেন, তিনি টাকা নেননি, বরং মানবিক কারণে বেঞ্চ ব্যবহার করতে দিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের বেঞ্চ ব্যক্তিগত কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।