ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কিং খানকে হারিয়ে দিলেন ২৪ বছরের ভারতীয় নায়িকা!

বিনোদন ডেস্ক
  • সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
  • / 32

কিং খানকে হারিয়ে দিলেন ২৪ বছরের ভারতীয় নায়িকা!

শাহরুখ খান। নামটাই যথেষ্ট। শুধু ভারতই নয়, বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের হৃদয়ের জায়গা দখল করে রেখেছেন একাই। আর ভারতীয় সিনেমার জগতে তিনি অবিসংবাদিত বাদশা। তাকেও হারিয়ে দিয়েছেন ২০০১ সালে জন্মগ্রহণ করা একজন ভারতীয় নায়িকা। অভিনয় করলেও তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জান্নাত।

ফ্যান ফলোয়ারে যার সঙ্গে টেক্কা তো দুর, প্রতিযোগিতার সাহসও কারো নেই। তবে সোশ্যাল মিডিয়ার হিসাবটা একটু আলাদাই বটে। জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফরম ইনস্টাগ্রামে শাহরুখকেও ছাড়িয়ে গেছেন এক ইনফ্লুয়েন্সার!

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জান্নাত জুবায়ের। ইনস্টাগ্রামের ফলোয়ার্সের নিরিখে শাহরুখের অনুগামী সংখ্যাকে পিছনে ফেলে দিলেন জান্নাত।

জান্নাত জুবায়ের
জান্নাত জুবায়ের

নিত্যদিনের নানান ঘটনা নিয়ে তৈরি তার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জনপ্রিয় করে তুলেছে। পাশাপাশি নিজের ফলোয়ার্সদের সঙ্গে প্রায়শই অনলাইন চ্যাট সেশনে মেতে ওঠেন তিনি। ভক্তদের করা প্রশ্নে জান্নাতের মজাদার সব জবাব বেশ আলোচনার বিষয় হয়ে ওঠে সমাজমাধ্যমে।

বলাই বাহুল্য, এই সব ব্যাপারেই হু হু করে বাড়াতে সাহায্য করেছে ফলোয়ার্সদের সংখ্যা।

ইনস্টাগ্রামে এইমুহূর্তে শাহরুখ খানের ফলোয়ার্সের সংখ্যাটা সাড়ে চার কোটির একটু উপরে। সেখানে জান্নাতের ফলোয়ার্সের সংখ্যা প্রায় পাঁচ কোটি!

একজন শিশু শিল্পী হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন জান্নাত। ‘ফুলওয়া’, ‘টু আশিকি’র মতো শোতে দেখা গিয়েছিল তাঁকে। রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘খাতরোঁ কা খিলাড়ি’তেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

চতুর্থ হয়ে নিজের যাত্রাপথ শেষ করেছিলেন জান্নাত। ‘লাফটার শেফস আনলিমিটেড’ শোতেও মুখ দেখিয়েছিলেন তিনি। সেখানে তার মজাদার পারফরম্যান্স জিতে নিয়েছিল দর্শকের মন। বর্তমানে ব্যাপক জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার।

শেয়ার করুন

কিং খানকে হারিয়ে দিলেন ২৪ বছরের ভারতীয় নায়িকা!

সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

শাহরুখ খান। নামটাই যথেষ্ট। শুধু ভারতই নয়, বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের হৃদয়ের জায়গা দখল করে রেখেছেন একাই। আর ভারতীয় সিনেমার জগতে তিনি অবিসংবাদিত বাদশা। তাকেও হারিয়ে দিয়েছেন ২০০১ সালে জন্মগ্রহণ করা একজন ভারতীয় নায়িকা। অভিনয় করলেও তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জান্নাত।

ফ্যান ফলোয়ারে যার সঙ্গে টেক্কা তো দুর, প্রতিযোগিতার সাহসও কারো নেই। তবে সোশ্যাল মিডিয়ার হিসাবটা একটু আলাদাই বটে। জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফরম ইনস্টাগ্রামে শাহরুখকেও ছাড়িয়ে গেছেন এক ইনফ্লুয়েন্সার!

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জান্নাত জুবায়ের। ইনস্টাগ্রামের ফলোয়ার্সের নিরিখে শাহরুখের অনুগামী সংখ্যাকে পিছনে ফেলে দিলেন জান্নাত।

জান্নাত জুবায়ের
জান্নাত জুবায়ের

নিত্যদিনের নানান ঘটনা নিয়ে তৈরি তার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জনপ্রিয় করে তুলেছে। পাশাপাশি নিজের ফলোয়ার্সদের সঙ্গে প্রায়শই অনলাইন চ্যাট সেশনে মেতে ওঠেন তিনি। ভক্তদের করা প্রশ্নে জান্নাতের মজাদার সব জবাব বেশ আলোচনার বিষয় হয়ে ওঠে সমাজমাধ্যমে।

বলাই বাহুল্য, এই সব ব্যাপারেই হু হু করে বাড়াতে সাহায্য করেছে ফলোয়ার্সদের সংখ্যা।

ইনস্টাগ্রামে এইমুহূর্তে শাহরুখ খানের ফলোয়ার্সের সংখ্যাটা সাড়ে চার কোটির একটু উপরে। সেখানে জান্নাতের ফলোয়ার্সের সংখ্যা প্রায় পাঁচ কোটি!

একজন শিশু শিল্পী হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন জান্নাত। ‘ফুলওয়া’, ‘টু আশিকি’র মতো শোতে দেখা গিয়েছিল তাঁকে। রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘খাতরোঁ কা খিলাড়ি’তেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

চতুর্থ হয়ে নিজের যাত্রাপথ শেষ করেছিলেন জান্নাত। ‘লাফটার শেফস আনলিমিটেড’ শোতেও মুখ দেখিয়েছিলেন তিনি। সেখানে তার মজাদার পারফরম্যান্স জিতে নিয়েছিল দর্শকের মন। বর্তমানে ব্যাপক জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার।