ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কারণ ছাড়াই চালের দাম বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক
  • সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
  • / 23

চাল

কোনো কারণ ছাড়াই দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে কয়েক দফা চালের দাম বেড়েছে। নতুন করে চিকন ও মাঝারি মানের চালের দাম বেড়েছে। তবে দাম বৃদ্ধি বাজারভেদে কিছুটা কম বেশি লক্ষ করা গেছে। কোথাও কোথাও কেজিতে ৪ থেকে ৫ টাকা, আবার কোথাও তিন-চার টাকা পর্যন্ত বেড়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলমিলতা, ঠাটারীবাজার ও কুড়িল বিশ্বরোডের মুক্তিযোদ্ধা কেবি বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে কুড়িলে। এই বাজারটিতে মাঝারি ও চিকন জাতের চাল কেজিপ্রতি পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। কলমিলতা ও ঠাটারীবাজারে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে।

ব্যবসায়ীদের প্রত্যাশা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির পরিমাণ বাড়লে দাম কমে আসবে। বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতি কেজি মিনিকেট (চিকন) চাল মানভেদে ৮০ থেকে ৮৫ টাকায়, ব্রি-২৮ কেজি ৬২ থেকে ৬৪ টাকায় এবং নাজিরশাইল মানভেদে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মুক্তিযোদ্ধা কেবি বাজারের মো. মাসুম বিল্লাহ বলেন, ‘গত এক-দেড় মাসে বাজারে দফায় দফায় চালের দাম বেড়েছে। নতুন করে চিকন ও মাঝারি মানের চাল কেজিতে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত বেড়েছে।

কলমিলতা বাজারের শহিদুল হক বলেন, ‘আমাদের বাজারে চালের দাম অন্য বাজারের চেয়ে কিছুটা কম। গড়ে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। তা ছাড়া চালের আড়ত থেকে বলা হচ্ছে, নতুন করে চাল নিতে হলে দাম বেশি দিতে হবে।’

ঠাটারীবাজারের তরিকুল ব্রাদার্সের স্বত্বাধিকারী হাজি মো. তরিকুল ইসলাম বলেন, ভারতসহ অন্যান্য দেশ থেকে চাল আমদানি বাড়লে দাম কমতে পারে।

শেয়ার করুন

কারণ ছাড়াই চালের দাম বেড়েছে

সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

কোনো কারণ ছাড়াই দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে কয়েক দফা চালের দাম বেড়েছে। নতুন করে চিকন ও মাঝারি মানের চালের দাম বেড়েছে। তবে দাম বৃদ্ধি বাজারভেদে কিছুটা কম বেশি লক্ষ করা গেছে। কোথাও কোথাও কেজিতে ৪ থেকে ৫ টাকা, আবার কোথাও তিন-চার টাকা পর্যন্ত বেড়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলমিলতা, ঠাটারীবাজার ও কুড়িল বিশ্বরোডের মুক্তিযোদ্ধা কেবি বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে কুড়িলে। এই বাজারটিতে মাঝারি ও চিকন জাতের চাল কেজিপ্রতি পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। কলমিলতা ও ঠাটারীবাজারে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে।

ব্যবসায়ীদের প্রত্যাশা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির পরিমাণ বাড়লে দাম কমে আসবে। বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতি কেজি মিনিকেট (চিকন) চাল মানভেদে ৮০ থেকে ৮৫ টাকায়, ব্রি-২৮ কেজি ৬২ থেকে ৬৪ টাকায় এবং নাজিরশাইল মানভেদে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মুক্তিযোদ্ধা কেবি বাজারের মো. মাসুম বিল্লাহ বলেন, ‘গত এক-দেড় মাসে বাজারে দফায় দফায় চালের দাম বেড়েছে। নতুন করে চিকন ও মাঝারি মানের চাল কেজিতে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত বেড়েছে।

কলমিলতা বাজারের শহিদুল হক বলেন, ‘আমাদের বাজারে চালের দাম অন্য বাজারের চেয়ে কিছুটা কম। গড়ে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। তা ছাড়া চালের আড়ত থেকে বলা হচ্ছে, নতুন করে চাল নিতে হলে দাম বেশি দিতে হবে।’

ঠাটারীবাজারের তরিকুল ব্রাদার্সের স্বত্বাধিকারী হাজি মো. তরিকুল ইসলাম বলেন, ভারতসহ অন্যান্য দেশ থেকে চাল আমদানি বাড়লে দাম কমতে পারে।