০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কলারোয়াতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া (সাতক্ষীরা)
  • সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 72

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মাহে রমজানের পবিত্রতা ও ইসলামী জীবনবোধ ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে বামনখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

ইসলামী জীবন গঠনে রমজানের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়পরায়ণতা বিস্তারের মাস। ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগিখালি ইউনিয়ন শাখার আমীর মোঃ কামরুজ্জামান। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমানুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী, জেলা ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাস্টার শওকত আলী, আনোয়ারুল ইসলাম, শামসুল আলম বুলবুল, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসেন, পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক মশিউল আলম, ভিডিএফ এর সভাপতি অধ্যক্ষ আব্দুল বারিক প্রমুখ।

ইসলামী সমাজ গঠনে জামায়াতের ভূমিকা তুলে ধরে বক্তারা আরও বলেন, ইসলাম শান্তি ও ন্যায়বিচারের ধর্ম। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করছে এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে কাজ করে যাবে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

কলারোয়াতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

মাহে রমজানের পবিত্রতা ও ইসলামী জীবনবোধ ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে বামনখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

ইসলামী জীবন গঠনে রমজানের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়পরায়ণতা বিস্তারের মাস। ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগিখালি ইউনিয়ন শাখার আমীর মোঃ কামরুজ্জামান। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমানুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী, জেলা ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাস্টার শওকত আলী, আনোয়ারুল ইসলাম, শামসুল আলম বুলবুল, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসেন, পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক মশিউল আলম, ভিডিএফ এর সভাপতি অধ্যক্ষ আব্দুল বারিক প্রমুখ।

ইসলামী সমাজ গঠনে জামায়াতের ভূমিকা তুলে ধরে বক্তারা আরও বলেন, ইসলাম শান্তি ও ন্যায়বিচারের ধর্ম। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করছে এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে কাজ করে যাবে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।