কক্সবাজার সমুদ্র সৈকতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
- সময় ১১:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
- / 31
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম রাব্বানী টিপু (৫৫) খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর বলে জানা গেছে। তিনি খুলনা সিটি করপোরেশনের দেয়ানা উত্তর পাড়া সংলগ্ন দোলতপুর এলাকার বাসিন্দা গোলাম আকবরের ছেলে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে হোটেল সিগ্যাল এর সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী। তিনি জানান, স্থানীয়রা আহত অবস্থায় গোলাম রাব্বানীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited