ওলামা লীগের সদস্যসচিব হয়ে গেলেন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

- সময় ০৭:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 38
ওলামা লীগের ঝালকাঠি জেলার সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহ এবার জাতীয়তাবাদী ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটি ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করলে এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
নেয়ামত উল্লাহ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া নতুন বন্দরের ব্যবসায়ী এবং পাটিখালঘাটা ইউনিয়নের বাসিন্দা।
জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাইদুর রহমান জানিয়েছেন, নতুন কমিটি গঠনের আগে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। তবে তিনি বলেন, “নেয়ামত উল্লাহর নাম কমিটিতে কীভাবে ঢুকল, তা বুঝতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে কমিটি থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।”
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন— এমন অনেকে এখন বিএনপির সহযোগী সংগঠনগুলোতে যুক্ত হচ্ছেন। পরিস্থিতি বদলানোর পর তাঁরা ছদ্মবেশে দলে ঢুকে পড়েছেন। কেউ কেউ সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুপ্রবেশ ঠেকানোর কঠোর নির্দেশনা দিলেও স্থানীয় নেতাদের নিষ্ক্রিয়তার কারণে তা কার্যকর করা যাচ্ছে না। এতে দলে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা দলের জন্য অশুভ ইঙ্গিত বহন করছে।
জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবীন বলেন, “দলে কোনো অনুপ্রবেশকারী ঠাঁই পাবে না। অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited