এসির কার্টুনে মিললো নারীর মরদেহ

- সময় ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 7
মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টুনবন্দী অজ্ঞাত মাঝবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় থেকে লাশটি উদ্ধার করে।
কার্টুনে আবদ্ধ বস্তু দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দিলে বেলা ২টার দিকে এ কার্টুনবন্দী লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতের কোন এক সময় অজ্ঞাতরা কার্টুনে মোড়ানো লাশটি রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
পুটাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টুনের বাক্সটাকে বাঁশের ঝাড়ে থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশকে খবর দিলে তারা এসে কার্টুন খুলে মাঝ বয়সী নারীর লাশ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট লাশের পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited