০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এস কে সুরের স্ত্রী ও মেয়ের আগাম জামিন স্থগিত

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১১:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 25

এস কে সুর (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর দুর্নীতির মামলায় আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেছিলেন।

এদিকে, ২০ ফেব্রুয়ারি আদালত এস কে সুর, তার স্ত্রী ও মেয়ের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। এসব হিসাবে মোট ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে।

এ ছাড়া, তাদের পরিবারের দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সেগুনবাগিচায় এস কে সুরের ১,৫০০ বর্গফুটের একটি এবং ধানমন্ডিতে সুপর্ণা সুরের ৪,৪০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে।

শেয়ার করুন

এস কে সুরের স্ত্রী ও মেয়ের আগাম জামিন স্থগিত

সময় ১১:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর দুর্নীতির মামলায় আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেছিলেন।

এদিকে, ২০ ফেব্রুয়ারি আদালত এস কে সুর, তার স্ত্রী ও মেয়ের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। এসব হিসাবে মোট ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে।

এ ছাড়া, তাদের পরিবারের দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সেগুনবাগিচায় এস কে সুরের ১,৫০০ বর্গফুটের একটি এবং ধানমন্ডিতে সুপর্ণা সুরের ৪,৪০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে।