এক হাজার টাকায় ভারত ভ্রমণের সুযোগ!
- সময় ০১:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 46
মাত্র এক হাজার টাকায় ঢাকা থেকে ভারত ভ্রমণের কথা চিন্তাই করা যায় না। কিন্তু এমনটাও হয়েছে। বাংলাদেশ থেকে এমনটা করে দেখিয়েছেন সৈয়দ সাইফুল আলম শোভন নামের একজন পরিবেশবাদী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়ন যখন চলমান, তখন নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন তার স্মৃতির কথা। বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য সৈয়দ সাইফুল আলম শোভনের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।
‘মাস কয়েক আগে আমি ত্রিপুরা ঘুরে এসেছিলাম। আমার স্কুল বন্ধু থাকে। আমরা দুইজন খরচ কমাইতে ব্যাটারি গাড়ি, সিএনজি অটোরিকশা করে সারাদিন নানা স্থানে ঘুরাঘুরি করতাম।
বটতলায় এক রেস্তোরাঁয় সে আমাকে নিয়ে খেতে যেত। বালতি দিয়ে সবজি দেয়। আমি খাবারের স্বাদ পাই না।
সস্তায় স্বাদের খাবার চাই রে দোস্ত।
সে একটা জায়গা খুজে বের করে দিল। তারপর থেকে হজ ভবনের পারুল কেন্টিন হাউসে খেতে যেতাম। সে বাইরে অপেক্ষা করত। সে নিরামিষ। আমি শাক সবজি মাছ মাংস সব খাই।
আমার বন্ধু যে রাজনৈতিক দলের সমর্থক সেই দলের আগরতলায় অবস্থা খুবই খারাপ। তারা নাকি দলীয় কার্যালয়ে বাইরে দাড়াতে পারে না।
এক সময় আমার ত্রিপুরা ভ্রমণ নিয়ে ব্লগে অনেক লেখা ছিল। ১০০০ টাকায় বিদেশ ভ্রমণ প্যাকেজ ছিল। আমার ফেবু’র অনেক বন্ধু আমার থেকে তথ্য নিয়ে ত্রিপুরায় ঘুরতে যেত। কেউ গেলেই আমি আমার বন্ধুর মা জন্য কসকো সাবান আর লিলি সাবান পাঠাতাম।
আমি আসার সময় সে আমাকে বর্ডার পর্যন্ত এগিয়ে দিয়ে যেত। আমার মার জন্য মুভ স্প্রে দেয়। Tofazzal Sohel ভাই ত্রিপুরা গেলেন আমার বন্ধুর জন্য সাবান নিয়ে।
আমি আমার দোস্ত মোদি সমর্থক না। সুতরাং আপনারা আর মোদি গং যতই ব্রাহ্মণবাড়িয়া আর আগরতলা লাগালাগি করাতে চান হইব না।
আগরতলা গেলে সস্তায় পারুল কেন্টিনে খান খাবার ভাল। আর হজ ভবনে থাকেন বাইরের নন এসির ভাড়ায় এসি রুম সস্তা।
আগরতলায় সস্তায় পরিবার নিয়ে নিরাপদে থাকার তথ্যের জন্য আমাকে ইনবক্সে নক দিয়েন। তথ্য শুধুমাত্র কসকো সাবানের সাথে বিনিময়যোগ্য।
ছবিগুলো আমি তুলেছিলাম।’
উল্লেখ্য, সৈয়দ সাইফুল আলম শোভন বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত পরিবেশকর্মী। পৃথিবীর নানা দেশে তিনি ঘুরে বেড়ান। সেখানে তিনি যা দেখেন তাই লিখেন তার ফেসবুকে।