ইসরাইলি সেনাপ্রধানের পদত্যাগ
- সময় ০৮:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 18
ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান বা চিফ অব দ্য জেনারেল স্টাফ হারজি হালেভি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হালেভি সোমবার (২০ জানুয়ারি) পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী প্রকাশিত এক চিঠির বরাত দিয়ে এতে বলা হয়, হারজি হালেভি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ থেকে তা কার্যকর হবে।
ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি মার্চ মাসে তার পদ থেকে সরে যাবেন।
আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে সোমবার (২০ জানুয়ারি) পদত্যাগ করেছেন।
সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে ১৫ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন ৪৬ হাজারের বেশি মানুষ। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরাইল।
এছাড়া হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আগে থেকেই আছে ক্ষোভ এবং আলোচনা-সমালোচনা। এ অবস্থায়, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ইসরাইলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছিল।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited