ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ইসকন-ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সময় ০৯:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 21

ইসকন

বাংলাদেশে দুটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন, আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থ রুখতে হলে ’৭২-এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে ইসকন-ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। এমনকি ভারত বাংলাদেশকে ধ্বংসও করতে চায়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসা মাঠে এক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক

তিনি বলেন, ভারতের এই বিষবৃক্ষের শেকড় যদি এদেশের মধ্যে থেকে যায়, তাহলে চিৎকার-চেচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে, ভারত থেকে আমদানি করা ধর্ম নিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ১৯৭২ সালে সংবিধান তৈরি করে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি জাতিকে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করেছেন। ’৭১-এর চেতনা- বৈষম্যহীন সমাজব্যবস্থা আর মানুষের মাঝে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই। আর ’৭২ সালের সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইসলামি মহাসম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইসলামি মহাসম্মেলন

সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আবদুর রশিদ খানের সভাপতিত্বে ও হেফাজত ইসলামের নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমির সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আলহাজ শায়খ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমি, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।

শেয়ার করুন

‘ইসকন-ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না’

সময় ০৯:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে দুটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন, আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থ রুখতে হলে ’৭২-এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে ইসকন-ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। এমনকি ভারত বাংলাদেশকে ধ্বংসও করতে চায়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসা মাঠে এক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক

তিনি বলেন, ভারতের এই বিষবৃক্ষের শেকড় যদি এদেশের মধ্যে থেকে যায়, তাহলে চিৎকার-চেচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে, ভারত থেকে আমদানি করা ধর্ম নিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ১৯৭২ সালে সংবিধান তৈরি করে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি জাতিকে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করেছেন। ’৭১-এর চেতনা- বৈষম্যহীন সমাজব্যবস্থা আর মানুষের মাঝে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই। আর ’৭২ সালের সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইসলামি মহাসম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইসলামি মহাসম্মেলন

সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আবদুর রশিদ খানের সভাপতিত্বে ও হেফাজত ইসলামের নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমির সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আলহাজ শায়খ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমি, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।