০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ইউনূস সরকার বিচ্যুত হচ্ছে: তারেক রহমান

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১০:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 91

তারেক রহমান (ফাইল ফটো)

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও বিবৃতির কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা রাজনীতিতে অস্থিরতা বাড়িয়ে তুলছে। এর প্রভাব পড়ছে সমাজের বিভিন্ন স্তরে, যা সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোববার ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। কর্মশালার আলোচনার বিষয় ছিল ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’।

তারেক রহমান বলেন, সংসদ কার্যকর করতে দেরি হলে দেশের অস্থিরতা আরও বাড়তে পারে। তাই অন্তর্বর্তী সরকারসহ সব পক্ষের প্রধান লক্ষ্য হওয়া উচিত দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা। রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সংসদই প্রধান মঞ্চ হওয়া উচিত।

আইনজীবীদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন, স্থিতিশীলতা ফেরাতে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন সব সমস্যার তাৎক্ষণিক সমাধান না করলেও এটি দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রথম ধাপ। এর মাধ্যমে কাঠামোগত সংস্কারের পথ উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সংস্কারের প্রস্তাব দিচ্ছে, যা ইতিবাচক। তবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের দলগুলো সেই সময় সংস্কারের রূপরেখা দিয়েছে, যখন কেউ সাহস করেনি। ৩১ দফা বাস্তবায়নের জন্য সংসদের প্রয়োজন হবে এবং এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন জয়নুল আবেদীন, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ব্যারিস্টার কায়সার কামাল, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

ইউনূস সরকার বিচ্যুত হচ্ছে: তারেক রহমান

সময় ১০:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও বিবৃতির কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা রাজনীতিতে অস্থিরতা বাড়িয়ে তুলছে। এর প্রভাব পড়ছে সমাজের বিভিন্ন স্তরে, যা সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোববার ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। কর্মশালার আলোচনার বিষয় ছিল ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’।

তারেক রহমান বলেন, সংসদ কার্যকর করতে দেরি হলে দেশের অস্থিরতা আরও বাড়তে পারে। তাই অন্তর্বর্তী সরকারসহ সব পক্ষের প্রধান লক্ষ্য হওয়া উচিত দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা। রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সংসদই প্রধান মঞ্চ হওয়া উচিত।

আইনজীবীদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন, স্থিতিশীলতা ফেরাতে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন সব সমস্যার তাৎক্ষণিক সমাধান না করলেও এটি দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রথম ধাপ। এর মাধ্যমে কাঠামোগত সংস্কারের পথ উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সংস্কারের প্রস্তাব দিচ্ছে, যা ইতিবাচক। তবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের দলগুলো সেই সময় সংস্কারের রূপরেখা দিয়েছে, যখন কেউ সাহস করেনি। ৩১ দফা বাস্তবায়নের জন্য সংসদের প্রয়োজন হবে এবং এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন জয়নুল আবেদীন, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ব্যারিস্টার কায়সার কামাল, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।