ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান পুতিনের

- সময় ০৭:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 26
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাশিয়ার কুরস্ক শহরে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন এই নির্দেশ দেন। একইসঙ্গে আত্মসমর্পণকারী সৈন্যদের জীবন রক্ষা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, পুতিন বলেছেন তিনি যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী, তবে তার আগে অবশ্যই কুরস্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয় সেনারা বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন চালাচ্ছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান ৩০ দিনের যুদ্ধবিরতির আলোচনায় মার্কিন প্রতিনিধিদেরও সম্পৃক্ততা রয়েছে। ডেনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই কিয়েভকে যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করছেন। তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পুতিন যুদ্ধবিরতির এই প্রচেষ্টা ব্যর্থ করতে চাইছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের ওপর আস্থা প্রকাশ করেছেন। তিনি কুরস্কে আটকে পড়া হাজার হাজার ইউক্রেনীয় সেনার প্রাণ রক্ষার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ‘যদি তাদের হত্যা করা হয়, তবে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় গণহত্যা।’
গত বছরের আগস্টে এক আকস্মিক আক্রমণে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে নিয়েছিল ইউক্রেনের সেনারা। তাদের আশা ছিল, মস্কো নিজ ভূখন্ডের দিকে মনোযোগ দিলে অন্যান্য রণক্ষেত্রে রুশ শক্তি হ্রাস পাবে এবং ভবিষ্যতে কোনো সমঝোতায় এই ভূখণ্ড তাদের জন্য তুরুপের তাস হবে।
তবে পালটা আক্রমণ চালিয়ে প্রথম থেকেই ধীরে হলেও নিয়মিত কুরস্কে নিজেদের অবস্থান দৃঢ় করতে থাকে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন বাহিনীকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ এবং নিরাপত্তা সহায়তা স্থগিতের পর কুরস্কে মস্কোর অগ্রগতি বৃদ্ধি পায়। রাশিয়ার সামরিক সূত্রগুলো জানায়, ইউক্রেন সেনাদের দখল করা ভূমির ৮০শতাংশেরও বেশি তারা দখলমুক্ত করেছে এবং ইউক্রেনীয় সৈন্যদের শহরের মধ্যে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এরপরেই পুতিন তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানালেন।
রাশিয়ান টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তাঁর আহ্বানের প্রতি সহানুভূতিশীল।’ তিনি বলেন, যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনা রুশ সামরিক বাহিনী কর্তৃক সম্পূর্ণরূপে বেষ্টিত এবং খুবই খারাপ এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে জোরালোভাবে অনুরোধ করেছি যে তাদের জীবন রক্ষা করা হোক। এটি হবে একটি ভয়াবহ গণহত্যা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি।’
তবে ইউক্রেনের সামরিক নেতৃত্ব এই দাবি অস্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, ‘আমাদের ইউনিটগুলোকে ঘিরে ফেলার কোনও হুমকি নেই।’
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমাদের খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধের অবশেষে অবসান হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে মন্তব্য করেন তিনি।