আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত
- সময় ০৫:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / 40
বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য বাংলাদেশে সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।
প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।
এদিকে, দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। হিলি বন্দর আমদানিকারকরা জানান, ভারতের সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রপ্তানিকারকদের ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু সিদ্ধান্ত আসতে পারে।
হিলি স্থলবন্দর আমদানিকারক এস এম রেজা বিপুল বলেন, হঠাৎ করে আলু ও পেঁয়াজ বন্ধ করে দেওয়া বিপাকে পরতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি পূর্বের করা এলসির পেঁয়াজ ও আলু রপ্তানির সুযোগ দিক পশ্চিমবঙ্গ সরকার।
এদিকে পূবের্র স্লট বুকিং করা একটি আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এবং পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করে নাই।