আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

- সময় ১০:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 35
ঢাকার সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। আজ (১১ মার্চ) মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে লাগা ওই আগুন সকাল সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও র্যাবের সদস্যরা সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের টেলিফোন অপারেটর শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৭টার দিকে ওই পাওয়ার গ্রিডে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

তিনি জানান, প্রথমে সাভার ও ট্যানারী ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবুও আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited