আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না: আসিফ মাহমুদ
- সময় ১২:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / 51
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না।
আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কাজ করা হচ্ছে। এছাড়াও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে তাদের আত্মত্যাগকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।
তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের যে স্পিরিটের জন্য তরুণরা রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা, যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে জীবন দেওয়া, আহত হওয়া, হাত হারানো, পা হারানো কিংবা চোখ হারানো, সেই আকাঙ্ক্ষা দু:খজনকভাবে কোন রাজনৈতিক দল সম্পূর্ণরুপে ধারণ করতে ব্যার্থ হচ্ছে।
রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে । তিনি বলেন, এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে গুরুত্ব দিতে হবে এবং সরকারের বিভিন্ন সংস্কার কাজে তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
আজ (শুক্রবার) বিকেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।