ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আছেন বিদেশে-কারাগারে কিন্তু দেশত্যাগে নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১২:৪৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 31

পাসপোর্ট নিষেধাজ্ঞা

গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে অনেকেই বিদেশে অবস্থান করছেন বলে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ হয়েছে। তালিকায় থাকা কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারেও আছেন। এর আগেও বিদেশে অবস্থানকারী সাবেক ৪ জন এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক।

গত রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে ২০ জনের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।

আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং অতিরিক্ত আইজিপি এসবিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেপ্তারকৃত) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারুয়ার, র‌্যাব-৭-এর সাবেক সিও লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির (সাবেক র‌্যাব সিও-৪) ও শাহাবুদ্দিন খান (সাবেক র‌্যাব সিও-১০), র‌্যাবের সাবেক পরিচালক লে. কর্নেল মাহাবুব আলম, র‌্যাব-১১ এর সাবেক সিও লে. কর্নেল কামরুল হাসান, র‌্যাব-১ এর সাবেক সিও লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুন অর রশীদ, সিটিটিসির প্রধান পলাতক ডিআইজি মো. আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম ও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিক।

তাদের মধ্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদ বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই। আরেক পুলিশ কর্মকর্তা সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলামকেও দিল্লিতে দেখা গেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এছাড়া তিনি ফেসবুকে সরব হয়েছিলেন জয় বাংলা স্লোগান ইস্যুতে।

এর আগে ১২ ডিসেম্বর সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। যদিও সেই ৫ জন সাবেক এমপির মধ্যে তিনজন বিদেশে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে বাংলা অ্যাফেয়ার্স।

দুদকের নিষেধাজ্ঞা সাবেক এমপি
দুদকের নিষেধাজ্ঞা সাবেক এমপি

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, এই ৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

তবে, বাংলা অ্যাফেয়ার্স নিশ্চিত হয়েছে ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভারতে অবস্থান করছেন। তার ঘনিষ্ঠজন যিনি ভারতে অবস্থান করছেন, তিনি সেটি জানিয়েছেন।

ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওনের সর্বশেষ অবস্থান ছিল নেপালে। ১৫ দিন আগে তিনি সেখানে ছিলেন। এরপর দেশে ফিরেননি। সেখান থেকে তিনি ভারতে ফিরে আসবেন অথবা ইউরোপে যাওয়ার চেষ্টায় রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলা অ্যাফেয়ার্সের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে কানাডায় অবস্থান করছেন। নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথেও তিনি যোগাযোগ রক্ষা করছেন।

শেয়ার করুন

আছেন বিদেশে-কারাগারে কিন্তু দেশত্যাগে নিষেধাজ্ঞা!

সময় ১২:৪৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে অনেকেই বিদেশে অবস্থান করছেন বলে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ হয়েছে। তালিকায় থাকা কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারেও আছেন। এর আগেও বিদেশে অবস্থানকারী সাবেক ৪ জন এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক।

গত রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে ২০ জনের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।

আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং অতিরিক্ত আইজিপি এসবিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেপ্তারকৃত) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারুয়ার, র‌্যাব-৭-এর সাবেক সিও লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির (সাবেক র‌্যাব সিও-৪) ও শাহাবুদ্দিন খান (সাবেক র‌্যাব সিও-১০), র‌্যাবের সাবেক পরিচালক লে. কর্নেল মাহাবুব আলম, র‌্যাব-১১ এর সাবেক সিও লে. কর্নেল কামরুল হাসান, র‌্যাব-১ এর সাবেক সিও লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুন অর রশীদ, সিটিটিসির প্রধান পলাতক ডিআইজি মো. আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম ও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিক।

তাদের মধ্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদ বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই। আরেক পুলিশ কর্মকর্তা সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলামকেও দিল্লিতে দেখা গেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এছাড়া তিনি ফেসবুকে সরব হয়েছিলেন জয় বাংলা স্লোগান ইস্যুতে।

এর আগে ১২ ডিসেম্বর সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। যদিও সেই ৫ জন সাবেক এমপির মধ্যে তিনজন বিদেশে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে বাংলা অ্যাফেয়ার্স।

দুদকের নিষেধাজ্ঞা সাবেক এমপি
দুদকের নিষেধাজ্ঞা সাবেক এমপি

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, এই ৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

তবে, বাংলা অ্যাফেয়ার্স নিশ্চিত হয়েছে ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভারতে অবস্থান করছেন। তার ঘনিষ্ঠজন যিনি ভারতে অবস্থান করছেন, তিনি সেটি জানিয়েছেন।

ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওনের সর্বশেষ অবস্থান ছিল নেপালে। ১৫ দিন আগে তিনি সেখানে ছিলেন। এরপর দেশে ফিরেননি। সেখান থেকে তিনি ভারতে ফিরে আসবেন অথবা ইউরোপে যাওয়ার চেষ্টায় রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলা অ্যাফেয়ার্সের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে কানাডায় অবস্থান করছেন। নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথেও তিনি যোগাযোগ রক্ষা করছেন।