আছিয়ার গায়েবানা জানাজা ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি

- সময় ০৭:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 91
মাগুরার নির্যাতিত শিশু আছিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ (১৪ মার্চ) শুক্রবার জুম্মার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র-জনতার ব্যানারে দুইটি আলাদা দল।
প্রথম জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি, যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি এবং সাধারণ শিক্ষার্থীরা।

অপরদিকে, একই স্থানে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান, সাকিব হাসান এবং ইব্রাহিম খলিল।
একই স্থানে পাল্টাপাল্টি জানাজার আয়োজন করায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, একটি মানবিক ইস্যুকে কেন্দ্র করে পৃথক কর্মসূচির আয়োজন দুঃখজনক।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক সহ পুলিশ উপস্থিত ছিল।
তবে জানাজার কার্যক্রম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
মাগুরার শিশুটির নির্মম মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। সাতক্ষীরার সাধারণ মানুষ এই জানাজার মাধ্যমে নির্যাতিত শিশুটির প্রতি শ্রদ্ধা জানানো এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited