আইপিএলে এবার দল ১০টি, মাঠ ১২টি

- সময় ১০:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / 61
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর মাত্র দুই সপ্তাহের ব্যবধানেই শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসর। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রচলিত নিয়ম অনুসারে, আইপিএলের উদ্বোধনী ম্যাচটি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মাঠে। সে হিসেবে এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে। কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, আগের আসরের রানার্সআপ দলও নিজেদের প্রথম ম্যাচটি হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পায়। সেই ধারাবাহিকতায় ২৩ মার্চ উপলের রাজীব গান্ধী স্টেডিয়ামে নামবে গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদ, তাদের প্রতিপক্ষ হবে রাজস্থান রয়্যালস।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিসিআই। তবে ক্রিকবাজ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে সূচি পাঠিয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ফাইনাল ম্যাচের ভেন্যু আগের ঐতিহ্য মেনেই নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী, ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ।
এবারের আসরে আরও একটি পরিবর্তন এসেছে। আইপিএলের ১০ দলের জন্য নির্ধারিত ১০টি ভেন্যুর পাশাপাশি আরও দুটি নতুন ভেন্যু যুক্ত হয়েছে। নির্ধারিত ভেন্যুগুলো হলো: আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, মুল্লানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা ও হায়দরাবাদ। নতুন যে দুটি ভেন্যু যুক্ত হয়েছে, সেগুলো হলো গুয়াহাটি ও ধর্মশালা। সূত্র জানিয়েছে, রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে গুয়াহাটিকে বেছে নিয়েছে, আর পাঞ্জাব কিংস তাদের কয়েকটি ম্যাচ ধর্মশালায় আয়োজন করতে পারে।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, ২৩ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। তবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের অনুরোধে একদিন এগিয়ে এনে ২২ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited