দল পেলেও খেলা নিয়ে সংশয়
আইপিএল নিলামে কতজন বাংলাদেশি ক্রিকেটার?

- সময় ০১:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / 212
আগামী ২৪ ও ২৫ নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫ মৌসুমের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় এই নিলামের জন্য বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের নামও রয়েছে। যদিও সেখান থেকে কতজন দল পাবেন তা নিয়ে বরাবরের মতো এবারও রয়েছে সংশয়। কেননা বাংলাদেশি ক্রিকেটারদের দলে নিলেও উপেক্ষা করেছে আইপিএল’র বিভিন্ন দল।
তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র ১৩ নিজেদের নাম নিবন্ধন করিয়েছেন বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। ২০২৪ সালের নিলামটা অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। এবার হচ্ছে জেদ্দায়। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো আইপিএল নিলাম বসছে ভারতের বাইরে।
তবে এবারের নিলাম সাধারণ নিলাম নয়। মেগা নিলাম তিন বছর পর একবার অনুষ্ঠিত হয়, এক দিনের বদলে তা হয় দুই দিনব্যাপী। সামনের তিন মৌসুমের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল সাজায় এই মেগা নিলামে।

এবারের মেগা নিলামের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিজেদের নাম দিয়েছেন। গত ৪ নভেম্বর এই নিবন্ধনের সময় শেষ হয়েছে। এই নিলামে ১১৬৫ জন খেলোয়াড় আছেন ভারতের, আর বাকি ৪০৯ জন খেলোয়াড় বিদেশি।
এই ৪০৯ বিদেশির মধ্যে বাংলাদেশি আছেন ১৩ জন। তবে কারা কারা এই নিলামে আছেন, সেটা জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
এই নিলামে ৩২০ জন খেলোয়াড় আছেন যারা জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন। এদিকে ১২২৪ জন খেলোয়াড়ের এখনও অভিষেক হয়নি। সহযোগী দেশের খেলোয়াড় আছেন ৩০ জন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited