ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
অনবদ্য মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার

অবৈধ বাংলাদেশি শ্রমিকদের পাশে সোহেল পারভেজ

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ
  • সময় ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 235

অবৈধ বাংলাদেশি শ্রমিকদের পাশে মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার

প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা সময়ে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে সুযোগ সুবিধা না দেয়ার অভিযোগ করেন। এক্ষেত্রে ভিন্নতর ও অনবদ্য একটি কাজ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এমনটাই মনে করেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

৩০ ডিসেম্বর সোমবার তিনি মালদ্বীপের থাডডু আইল্যান্ডে গিয়ে সেখানে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে প্রবাসী বাংলাদেশি শ্রমিক যারা আনডকুমেন্টেড (বৈধ কাগজ নেই যাদের) তাদের বৈধকরণের দাবি তুলেছেন। কাউন্সিলরাও প্রতিশ্রুতি দিয়েছেন বৈধতা দেয়ার ক্ষেত্রে।

ভারপ্রাপ্ত হাই কমিশনার সোহেল পারভেজের নেতৃত্বে মালদ্বীপের থুড্ডু আইল্যান্ড পরিদর্শন দলে আরো ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও কনস্যুলার সহকারী মোহাম্মদ এবাদ উল্লাহ। সফরকালে উক্ত দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করা হয় ও কর্মস্থল পরিদর্শন করা হয়।

বাংলাদেশি শ্রমিকদের পাশে মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার
বাংলাদেশি শ্রমিকদের পাশে মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার

স্থানীয় স্কুল অডিটরিয়ামে আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ অনুরোধ করে প্রবাসীদের বলেন, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট গ্রহণ সহ স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য। তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন কানুন মেনে কাজ করার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে কর্মীদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও প্রবাসী বাংলাদেশী কর্মীদের খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়।

সফরকালে থুড্ডু আইল্যান্ডের কাউন্সিলরদের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। সাক্ষাতকালে উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এ সময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধকরণে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিলকে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলররা উক্ত আইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

অনবদ্য মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার

অবৈধ বাংলাদেশি শ্রমিকদের পাশে সোহেল পারভেজ

সময় ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা সময়ে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে সুযোগ সুবিধা না দেয়ার অভিযোগ করেন। এক্ষেত্রে ভিন্নতর ও অনবদ্য একটি কাজ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এমনটাই মনে করেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

৩০ ডিসেম্বর সোমবার তিনি মালদ্বীপের থাডডু আইল্যান্ডে গিয়ে সেখানে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে প্রবাসী বাংলাদেশি শ্রমিক যারা আনডকুমেন্টেড (বৈধ কাগজ নেই যাদের) তাদের বৈধকরণের দাবি তুলেছেন। কাউন্সিলরাও প্রতিশ্রুতি দিয়েছেন বৈধতা দেয়ার ক্ষেত্রে।

ভারপ্রাপ্ত হাই কমিশনার সোহেল পারভেজের নেতৃত্বে মালদ্বীপের থুড্ডু আইল্যান্ড পরিদর্শন দলে আরো ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও কনস্যুলার সহকারী মোহাম্মদ এবাদ উল্লাহ। সফরকালে উক্ত দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করা হয় ও কর্মস্থল পরিদর্শন করা হয়।

বাংলাদেশি শ্রমিকদের পাশে মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার
বাংলাদেশি শ্রমিকদের পাশে মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার

স্থানীয় স্কুল অডিটরিয়ামে আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ অনুরোধ করে প্রবাসীদের বলেন, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট গ্রহণ সহ স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য। তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন কানুন মেনে কাজ করার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে কর্মীদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও প্রবাসী বাংলাদেশী কর্মীদের খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়।

সফরকালে থুড্ডু আইল্যান্ডের কাউন্সিলরদের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। সাক্ষাতকালে উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এ সময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধকরণে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিলকে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলররা উক্ত আইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।