ভেষজ ওষুধ খাইয়ে ভাড়াটিয়েকে ধর্ষণের অভিযোগ | Bangla Affairs
০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাড়ির মালিক গ্রেপ্তার

ভেষজ ওষুধ খাইয়ে ভাড়াটিয়েকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সময় ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 6

ধর্ষণ (প্রতীকী ছবি)

নেত্রকোনায় ভাড়াটিয়ে এক গৃহবধূকে (৩৭) ভেষজ ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন ওই গৃহবধূ। সম্প্রতি তাকে প্রেমের প্রস্তাব দেন আনোয়ার। কিন্তু এতে রাজি না হওয়ায় ওই নারীর ওপর ক্ষিপ্ত হন আনোয়ার। তিনি ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করতেন।

জানা যায়, গত ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে চিকিৎসার নামে ভেষজ ওষুধ সেবন করান আনোয়ার।

একপর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন আনোয়ার। জ্ঞান ফিরলে আনোয়ার তাকে বিষয়টি গোপন রাখতে বলেন। অন্যথায় প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান।

এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার। গতকাল সকালে স্বামীকে বিষয়টি জানান ওই গৃহবধূ। পরে সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

বাড়ির মালিক গ্রেপ্তার

ভেষজ ওষুধ খাইয়ে ভাড়াটিয়েকে ধর্ষণের অভিযোগ

সময় ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

নেত্রকোনায় ভাড়াটিয়ে এক গৃহবধূকে (৩৭) ভেষজ ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন ওই গৃহবধূ। সম্প্রতি তাকে প্রেমের প্রস্তাব দেন আনোয়ার। কিন্তু এতে রাজি না হওয়ায় ওই নারীর ওপর ক্ষিপ্ত হন আনোয়ার। তিনি ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করতেন।

জানা যায়, গত ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে চিকিৎসার নামে ভেষজ ওষুধ সেবন করান আনোয়ার।

একপর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন আনোয়ার। জ্ঞান ফিরলে আনোয়ার তাকে বিষয়টি গোপন রাখতে বলেন। অন্যথায় প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান।

এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার। গতকাল সকালে স্বামীকে বিষয়টি জানান ওই গৃহবধূ। পরে সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।