কলারোয়ায় জাগরণী সাহিত্য সংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী

- সময় ১০:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 8
কলারোয়ায় জাগরণী সাহিত্য সংস্কৃতিক সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার (৪ঠা এপ্রিল) বিকাল সাড়ে চারটায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে এ জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া পৌর আমীর ডাঃ প্রভাষক ইউনুস আলী বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়া আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ডঃ খান মোঃ মিজানুল ইসলাম সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক (ঢাকা মহানগর দক্ষিণ) জনাব আব্দুর রহমান, জাগরণী সাহিত্য সংস্কৃতিক সংসদের পরিচালক মোঃ ইকরামুল ইসলাম, মিডিয়া ও সংস্কৃতিক বিভাগের কেন্দ্রীয় পরিচালক মোঃ আনিছুর রহমান গাজী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি ও জেলা সাংস্কৃতিক বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি ও কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা জনাব আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রভাষক মোঃ আবদুল জলিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ফয়জুল হক, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোঃ শওকত আলী।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে ঈদের তাৎপর্য, সামাজিক মূল্যবোধ, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব এবং যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুগ্ধ হন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজানে উপজেলার বারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি ইউনিয়ন থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ী মোট ৩৯ জন প্রতিযোগীকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার এই আয়োজন কলারোয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রশংসা কুড়ায়।