বান্দরবানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; আহত ২৫

- সময় ০২:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / 20
বান্দরবানের লামায় বেড়াতে আসা পর্যটকবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে ২৫ জন পর্যটক আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এই দুর্ঘটনা হয়। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন, ডাঃ ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মোঃ ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মোঃ হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)।
স্থানীয়রা জানান, লোহাগাড়ার আধুনগর থেকে ২৫ জনের পর্যটক একটি মিনিবাসে করে লামায় বেড়াতে আসছিলেন। মিরিঞ্জা পাহাড়ের নামার সময় বাসটি ব্রেক ফেল হয়ে যায়। উপায় না পেয়ে গাছে সঙ্গে ধাক্কা দিলে বাসে থাকা নারী ও শিশু সহ মোট ২৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় আহত ১ শিশুর অবস্থা আশঙ্কা হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দুর্ঘটনায় আহত ডা: ফাহাদ বিন তৈয়ব বলেন, মিরিঞ্জা এলাকায় মাদানীনগরে বাসটির ব্রেক হচ্ছিলনা। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা নারী ও শিশু আহত হয়।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙ্গে যাওয়া তাকে চট্টগ্রাম রেফার করা হয়েছে
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited