পর্তুগালে ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

- সময় ০২:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 30
বাংলাদেশিদের আয়োজনে ইউরোপে পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। বাংলাদেশিরা ছাড়াও এই ঈদ জামাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই খুশির ঈদের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় মুসল্লিদের।
রবিবার (৩০ মার্চ ) স্থানীয় সময় সকাল ৮.৩০মিনিটে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার মাতৃম মুনিজ পার্কের মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে বিশাল ময়দান। নামাজের আগে ঈদুল ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা।

এদিকে প্রবাসেও এমন জমজমাট ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা। ঈদের জামাতে আসা প্রবাসী বাংলাদেশি মহিউদ্দীন বলেন, পুরো ইউরোপের মধ্যে পর্তুগালের এই মাতৃম মুনিজ পার্কের জামাত হচ্ছে সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ সবার অংশগ্রহণে অনেক সুন্দর ও উৎফুল্লময় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি প্রবাসী সাংবাদিক শাহেদ আহমেদ প্রিন্স বলেন, প্রায় ১০ হাজার বাংলাদেশীদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে ঈদের নামাজে এসেছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না।
আরেকজন বলেন, আমরা একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছি, এজন্য সকলকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। অন্যদিকে পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো, ভিলা নোভা দ্যা মিলফনতেসসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন ব্যাপক বাংলাদেশি মানুষ। নামাজ শেষে মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited