পালংখালীতে ৩০ হাজার ইয়াবাসহ টমটম চালক আটক | Bangla Affairs
০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পালংখালীতে ৩০ হাজার ইয়াবাসহ টমটম চালক আটক

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সময় ১২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 16

পালংখালীতে ৩০ হাজার ইয়াবাসহ টমটম চালক আটক

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল ২৬ মার্চ ২০২৫ ইং রাত পৌনে ৮টার দিকে পালংখালী ইউনিয়নের লেদা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহজনক একটি ইজিবাইকে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে বিজিবির বিশেষ টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। টহলদল চোরাকারবারীদের দিকে অগ্রসর হলে, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা কৌশলে ইজিবাইক চালক মোঃ আব্দুল হক (পিতা: মৃত হাজী আব্দু ছালাম, গ্রাম: জামতলা, পালংখালী) কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে টহলদল আটককৃত ইজিবাইক তল্লাশি চালিয়ে চালকের পায়ের কাছে কৌশলে লুকানো একটি ড্রয়ারের মতো স্থান থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসিম উদ্দিন (পিএসসি) জানান, আটককৃত আসামী, ইজিবাইক এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।

শেয়ার করুন

পালংখালীতে ৩০ হাজার ইয়াবাসহ টমটম চালক আটক

সময় ১২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল ২৬ মার্চ ২০২৫ ইং রাত পৌনে ৮টার দিকে পালংখালী ইউনিয়নের লেদা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহজনক একটি ইজিবাইকে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে বিজিবির বিশেষ টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। টহলদল চোরাকারবারীদের দিকে অগ্রসর হলে, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা কৌশলে ইজিবাইক চালক মোঃ আব্দুল হক (পিতা: মৃত হাজী আব্দু ছালাম, গ্রাম: জামতলা, পালংখালী) কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে টহলদল আটককৃত ইজিবাইক তল্লাশি চালিয়ে চালকের পায়ের কাছে কৌশলে লুকানো একটি ড্রয়ারের মতো স্থান থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসিম উদ্দিন (পিএসসি) জানান, আটককৃত আসামী, ইজিবাইক এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।