গৌরনদী পৌর বিএনপির ইফতার ও মোনাজাত অনুষ্ঠিত

- সময় ১১:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 16
বরিশালের গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আসর গৌরনদীর পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শরীফ শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ফরিদ হোসেন মিয়া, সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাঈফুল ইসলাম শামীম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, বিআরডিবির চেয়ারম্যান মো. সোহানুর রহমান সোহাদ, সাবেক ছাত্রনেতা মো. রিয়াজ ভূঁইয়া ও শরীফ জসীম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান ছাদ্দামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited