স্মারকলিপি প্রদান
আগৈলঝাড়ায় মহিলা দলের ধর্ষণ বিরোধী বিক্ষোভ

- সময় ০৭:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 17
দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকরসহ সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৭ মার্চ) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, সদস্য রাশিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিয়া খানম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজ শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত খান মনু এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ধর্ষণের সর্বোচ্চ বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited