পালিয়ে গেলো অপরাধীরা
রায়পুরাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

- সময় ০৭:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 23
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চর মধুয়া, মির্জার চর এবং চাঁনপুর ইউনিয়নের বালু মহাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান ও সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন। অভিযানে ২৩ জন পুলিশ সদস্য, ৬ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং ৬ জন সাংবাদিক অংশ নেন।
অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়, ফলে ঘটনাস্থলে কোনো ড্রেজার পাওয়া যায়নি এবং কাউকে অভিযুক্ত বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, নবীনগর উপজেলার অপর প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন।
ভবিষ্যতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited