ব্রেকিং:
গৌরনদীতে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত, আহত তিন

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
- সময় ০২:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 28
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর সাউদের খাল এলাকায় ব্যাটারিচালিক ভ্যানকে বাসচাপা দিলে ঘটনা স্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১৬ মার্চ ২০২৫) দুপুর সাড়ে ১২ টার সময় ঢাকাগামী লামিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবুর রহমান মোল্লা (৭০) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বাড়ি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে।

এ সময় ভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হন, যাদের তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বাসটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited