পর্তুগালে প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা

- সময় ১১:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 31
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্তুগাল লিসবনে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা। ১৫ ই মার্চ স্থানীয় সময় বিকাল ৩ থেকে শুরু করে রাত ১০ পর্যন্ত রোমাস্হ লিটন তার্কিশের হল রুমে চলে এই ঈদ মেলা।
মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের ৪০ টি মতো স্টল বসে। দেশীয় পোশাক, ন্যাচারাল ডাইয়ের শাড়ি, ছোটদের পোশাক, টিপ, গয়নাসহ ঈদের প্রস্তুতি হিসেবে মেয়েদের মেকআপ, সাজসজ্জা ও মেহেদীর ব্যবস্থাও ছিলো চোখে পড়ার মতো ।
মেলা আয়োজক প্রবাসী নারী উদ্যোক্তা মাহমুদা চৌধুরী বলেন প্রথম বারের মতো পর্তুগালে আমরা এই মেলার আয়োজন করেছি। আপনাদের এতো সাড়া পাবো ভাবি নি। সত্যি খুবই ভালো লাগছে এতো উপস্থিতি এবং নারী উদ্যোক্তাদের বেচা কেনা দেখে। আমাদের প্রতিটি স্টলেই ছিলো ক্রেতাদের উপচে পড়া ভিড়।

সদ্য পর্তুগালে আসা প্রবাসী নারী সনিয়া আক্তার সোয়া বলেন প্রবাসের মাঠিতে এমন মেলা আমাদের জন্যে সত্যিই খুব আনন্দের। আজ এই মেলায় এসে খুবই ভালো লাগছে, দেশীয় ঈদের মতো একটি আমেজ অনুভব করছি। প্রবাসের মাটিতে এমন আয়োজন দেখে খুবই আনন্দিত হয়েছি আমরা সবাই আমাদের দেশের ঈদ মেলায় এসেছি এমনটাই মনে হচ্ছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited