দিঘীনালায় দুই ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

- সময় ০৬:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 50
খাগড়াছড়ির দিঘীনালা যৌথ অভিযানে কে বিএম এবং ফোর বি নামে দুইটি চুল্লি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার দুপুরে ১ নং মেরুং ইউনিয়নে মধ্যে বোয়ালখালী অনাথ আশ্রম এলাকায় অবৈধ ইটভাটা এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ , সহকারী ভুমি কমিশনারও পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক খাগড়াছড়ি মো:হাসান আহমেদ জোন নিয়ন্ত্রণ বনবিভাগ রাঙ্গামাটি মোঃ কুদ্দুস মিয়া, ফায়ার সার্ভিস পংকজ বড়ুয়া ও বনবিভাগ সদস্যরা।

প্রশাসন ও পরিবেশ জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে অনুমোদনহীন ভাবে আইন তোয়াক্কা না করে চুল্লি দিয়ে কেবিএম মালিক মোঃ রাকিব এবং ফোর বি মালিক আলমগীরও লোচন চাকমা নামে দুই ব্যক্তি ইটভাটা পরিচালনা আসছিল। চারিদিকে পাহাড় কাটা পাশাপাশি বন উজাড় করে জ্বালানি কাঠ মজুদ করে।
খবর পেয়ে দিঘীনালা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে পানি দিয়ে ইটভাটায় চুল্লির আগুন নিভানোর পাশাপাশি লেবার হাতুড়ি চেনি দিয়ে চুল্লি ভাঙতে শুরু করে ও কিলন গুড়িয়ে ইটভাটা বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ বলেন, যৌথভাবে অনাথ আশ্রম এলাকায় কে বিএম এবং ফোর বি ইটভাটায় যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এসময় ইটভাটায় ব্যবহৃত চুল্লি গুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে দুই দিনের মধ্যে ইট ভাটার কার্যক্রম বন্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন । এ ধরনের অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited